গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে প্রাণ হারিয়েছে বাসের চালক ও সুপারভাইজার। আহত হয়েছেন অন্তত ১২ জন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই শাহাদত হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার আরিফ হোসেন (৩৮) ও চালক মন্টু শেখ (৫৫)।
এ ঘটনায় আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআই শাহাদত হোসেন বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের পেছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধাক্কা দেয়। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও সুপারভাইজার সহ ১২ জন আহত হন।
“আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা মন্টু ও আরিফকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফপি/এমআই