Dhaka, Wednesday | 26 November 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 26 November 2025 | English
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
দারিদ্র্যের ঝুঁকিতে দেশের ৬ কোটি ২০ লাখ মানুষ
বিমান চলাচলে বাড়ছে ঝুঁকি
শিরোনাম:

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার সহ নারী আটক।

প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ এএম  (ভিজিটর : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তাঞ্চলে মাদক ও অবৈধ পারাপার রোধে ৫৮ বিজিবি পরিচালিত পৃথক দুই অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. আজগর আলীর আখক্ষেতে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাত প্রায় ১০টা সময়ে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১ এস থেকে ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুরের কারবালা এলাকায় নিয়মিত টহলের সময় হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা চালানোর সময় একজন নারীকে আটক করা হয়। আটককৃত নারীকে পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়নের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝