Dhaka, Wednesday | 26 November 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 26 November 2025 | English
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
দারিদ্র্যের ঝুঁকিতে দেশের ৬ কোটি ২০ লাখ মানুষ
বিমান চলাচলে বাড়ছে ঝুঁকি
শিরোনাম:

নিখোঁজের ৯ দিন পর কুষ্টিয়ার আন্নুর লাশ ফরিদপুর হতে উদ্ধার

প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ এএম  (ভিজিটর : ১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার নয় দিন পর কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শ্রমিকদল নেতা আন্নুর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফরিদপুর অঞ্চলের কোতয়ালী নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলাধীন পদ্মা নদীর তীরবর্তী ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর চরের মধ্যে অজ্ঞাতনামা পুরুষ (৫০) এর মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

এ প্রেক্ষিতে কোতয়ালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) তপন নন্দী সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে। নৌ পুলিশ জানায় পর্যাপ্ত আলোর অভাবে সুরতহাল প্রস্তত করা সম্ভব হয়নি। সিআইডি টিমের সাথে কথা হয়েছে, তারা মঙ্গলবার সকালে আসবেন। লাশের পকেটে একটি টাচ ফোন পাওয়া গিয়েছে, যা পানিতে ভিজে অকেজো অবস্থায় আছে। ফোন,সীম সচল করার চেষ্টা অব্যাহত আছে। শরীরের কোথাও কোনো জখম পাওয়া যায়নি। তবে বাম বগলের নিচে খানিক গর্তের মতো মনে হয়েছে। এর আগে (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজার পদ্মা নদীতে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরীর দল উদ্ধার অভিযান চালিয়ে কোন কুলকিনারা না পেয়ে অভিযান শেষ করেছে। পরের দিন ( ১৭ নভেম্বর) আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহত আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। জানা গেছে, গত (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় যান। সকাল ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তার ডিঙ্গি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও শ্রমিক নেতা আন্নুর আর খোঁজ পাওয়া যায় না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো কুলকিনারা পান না। কয়েকদিন অভিযান চালিয়েও কোনো সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত রাখা হয়। 

নিখোঁজ হওয়ার নয় দিন পর সোমবার ফরিদপুর জেলার পদ্মা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিখোঁজ  শ্রমিকদল নেতা আন্নুর লাশ ফরিদপুর নৌ পুলিশ উদ্ধার করেছে। পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে তারা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝