Dhaka, Saturday | 8 November 2025
         
English Edition
   
Epaper | Saturday | 8 November 2025 | English
কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
ক্যালেন্ডারে যোগ হচ্ছে নতুন সরকারি ছুটি
দেশব্যাপী ভয়ংকর রূপে ডেঙ্গু
এইচএসসির সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক

প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:১৩ পিএম  (ভিজিটর : ১১)

কক্সবাজার-মায়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৫ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় মো. হাসান (৩৩) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর আদর্শ গ্রাম বিজিবি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. হাসান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০১ এর ই-ব্লক এলাকার নজির আহমেদের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবির একটি টহলদল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন আসামিকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দ করা ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝