শিরোনাম: |
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি কেটে আরেক কৃষি জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করে ৩৪ টি লোহার পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোস্তাফিজুর রহমান। এসময় ড্রেজার পালিক কে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জমির মালিক এবং ভরাটের দায়ে ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।
এফপি/অআ