মাগুরায় আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী গণমাধ্যম কর্মীদের সাথে ভ্যাকসিনেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির, মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহম্মদ মজিব উল্লাহ ফরহাদ।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ই অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কর্ম দিবসে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি রেজিস্ট্রেশনকৃত শিশু ও শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেয়া হবে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার মো.শামীম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার প্রতিক কুমার বনিক, ডাক্তার সুরভী আক্তার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হায়াত হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি মোট ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ শিশু ও শিক্ষার্থীকে দুই ধাপে বিনামূল্য ১ ডোজ টাইফয়েডের টিকা দেয়া হবে।
এফপি/এমআই