কুড়িগ্রামের চিলমারীতে ব্যতিক্রমধর্মী ‘বউ-শাশুড়ি মেলা’অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী রানীগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।
ল্যাম্ব হাসপাতাল কুড়িগ্রাম এর সহযোগীতায় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (টঘঋচঅ)-এর অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি উপ-পরিচালক পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুড়িগ্রাম'র মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ। বক্তব্য রাখেন, ল্যাম্ব হাসপাতালের ফ্যাসিলেটর মঞ্জুয়ারা বেগম, জেলা পরিবার পরিকল্পনা ফ্যাসিলেটর মো. আসাদুজ্জামান সরকার, জেপাইগো বাংলাদেশের জেলা কো-অর্ডিনেটর ড.সোম শ্রী রায়, ল্যাম্ব হাসপাতাল কুড়িগ্রামের প্রকল্প কর্মকর্তা বাদল এক্কা, মদন মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম প্রমূখ।
মেলায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বউ ও শাশুড়িরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সচেতনতা তৈরি করা হয় কিভাবে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও পরবর্তী চিকিৎসা ইত্যাদি বিষয়ে নিজে সচেতন হয়ে পরিবারকেও সচেতন করা যায়।
এ সময় উপস্থিত নারীদের জরায়ুমুখ পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও কিশোরীদের ফিস্টুলা বিষয়ে বিশেষ কাউন্সিলিং সেশন পরিচালনা করা হয়।
ল্যাম্ব হাসপাতালের ফ্যাসিলেটর মঞ্জুয়ারা বেগম জানান, ‘বউ-শাশুড়ি’ নামে বিশেষ এই মেলার মূল উদ্দেশ্য হলো নারীদের স্বাস্থ্যসেবার বিষয়ে পারস্পরিক দায়িত্ব, কর্তব্য ও সচেতনতার বার্তা দেওয়া। বউয়ের প্রতি শাশুড়ি এবং শাশুড়ির প্রতি বউয়ের দায়িত্ব পালনের মাধ্যমে একটি সচেতন ও স্বাস্থ্যবান পরিবার গড়ে তোলাই এই আয়োজনের লক্ষ্য।
এফপি/অআ