গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের একটি কেমিক্যাল কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর বিসিক মোড়, সাহারা সুপার মার্কেট এলাকার ফেমাস কেমিক্যাল কারখানার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪জন কর্মীসহ ৫জন আহত হয়েছেন।
আহতরা হলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক নাইম, জয় হাসান(২৫), মোঃ নূরুল হুদা(৪৫), শামীম ও পাশের একটি কেমিক্যালের দোকানদার বাবু তিনিও আহত হয়েছেন।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ফেমাস কেমিক্যালের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় ৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে,সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
এফপি/অআ