ঝালকাঠিতে মসজিদের ইমামকে মারধরের অফিযোগে ইউনিয়ন বিএনপি সভাপতির বিচারের দাবিতে জেলা প্রশাসন বরাবরে স্বারকলিপি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম সমিতি।
মঙ্গলবার বিকেলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির নেতৃত্বে ইমামরা মিছিলযোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর জেলা প্রশাসককে নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করেন ইমাম সমিতির সদস্যরা। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের পরমহল তালুকদার বাড়ির মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, যুক্তিতর্কের জেরে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার দলবল নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। জীবন রক্ষায় দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দিলে সেই দরজা ভেঙে তাকে মারধর করে এবং দাড়ি উঠিয়ে নেয়। মসজিদের পাশের লোকজন দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে রক্ষা করার চেষ্টা করলে হামলাকারীদের মারধর থেকে বাঁচাতে পারেনি। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। এঘটনায় শুক্রবার দুপুরে সদর থানায় অভিযোগ দায়ের এবং বিকেলে বিচারের দাবিতে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায়। এছাড়া দেশের সকল ইমামদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
জেলা ইমাম সমিতি আরও জানায়, এ ঘটনার যথাযথ বিচার না হয়, তবে সারা দেশে ইমাম সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
মানববন্ধনে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাইতুল মুমিন জামে মসজিদের খতিব মাওলানা কাওসার মাহমুদ, ঝালকাঠি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাও: মোখতার আহমেদ, মাওলানা রুহুল আমিন ও স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম আল হাদি।
এফপি/রাজ