শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী।
শুক্রবার ৮ আগস্ট বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। রাতেই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে।
অভিযুক্ত স্বামী খলিলুর রহমান (৮০), মৃত জহুর আলীর ছেলে। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগম (৭০) দীর্ঘ ছয় বছর ধরে শয্যাশায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান তাকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে আসেন। কোদাল দিয়ে ছোট একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে শুরু করেন। এ সময় স্ত্রীকে হাত দিয়েও আঘাত করেন। তাদের নাতি মো. খোকন (১৯) ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়।
যদিও কিছু প্রতিবেশী জানিয়েছেন, খলিলুর রহমান সাধারণত ঝগড়াঝাটি করতেন না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন তিনি উত্তেজিত হয়ে এমন ভয়ঙ্কর কাজ করে ফেলেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “ভিডিওটি আমি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এফপি/রাজ