গাজীপুরের টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশবক্সে উঠে গেল বালু বোঝাই ট্রাক। এতে পুলিশবক্সটি দুমড়েমুচড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাফিক দুই পুলিশ সদস্য।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাত সোয়া চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজের সামনে স্থাপিত ট্রাফিক পুলিশবক্সে।
এঘটনায় ট্রাফিক পুলিশের এএসআই চান মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এসময় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেলে পুলিশবক্সটি দুমড়েমুচড়ে যায়। এতে বক্সে থাকা পুলিশের এএসআই চান মিয়া ও কনস্টেবল আল মামুন আহত হন। পরে আশপাশের লোকজন ট্রাকচালক হারুনুর রশিদকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বালু বোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বালু বোঝাই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফপি/রাজ