Dhaka, Sunday | 20 July 2025
         
English Edition
   
Epaper | Sunday | 20 July 2025 | English
গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে
শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে: ফরিদা আখতার
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
হারিয়ে যাচ্ছে সুন্দরবন উপকূলে তালগাছ, রোপণে নেই আগ্রহ
শিরোনাম:

টঙ্গীতে পুলিশবক্সে উঠে গেল বালু ভর্তি ট্রাক, দুই সদস্য আহত

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:১৯ পিএম  (ভিজিটর : ১৫)

গাজীপুরের টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশবক্সে উঠে গেল বালু বোঝাই ট্রাক। এতে পুলিশবক্সটি দুমড়েমুচড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাফিক দুই পুলিশ সদস্য।

ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাত সোয়া চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজের সামনে স্থাপিত ট্রাফিক পুলিশবক্সে।

এঘটনায় ট্রাফিক পুলিশের এএসআই চান মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এসময় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেলে পুলিশবক্সটি দুমড়েমুচড়ে যায়। এতে বক্সে থাকা পুলিশের এএসআই চান মিয়া ও কনস্টেবল আল মামুন আহত হন। পরে আশপাশের লোকজন ট্রাকচালক হারুনুর রশিদকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বালু বোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বালু বোঝাই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝