জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত “জুলাই পদযাত্রা” কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও কনস্টেবল মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, “হামলাকারীরা একটি পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। কারা এই হামলার পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।”
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই এনসিপির পদযাত্রা উপলক্ষে খাটিয়াগড় এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পদযাত্রার শুরুর আগে হঠাৎ কিছু মুখোশধারী ব্যক্তি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে ও পরে সেটিতে আগুন ধরিয়ে দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এলাকা ঘিরে ফেলা হয়। হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থা ও পুলিশের একাধিক ইউনিট।
এনসিপি সূত্র জানিয়েছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল এবং এই হামলার সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা- আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও সংগঠক সারজিস আলম- ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিপি জুলাই মাসজুড়ে দেশজুড়ে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবেই আজ গোপালগঞ্জে দলটির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ বলছে, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এফপি/রাজ