আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের বিতরণ করা চাল অবৈধভাবে বেচাকেনার সময় ভিডব্লিউবি কর্মসূচির ২৯ বস্তা চাল আটক করেছেন জনতা।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা চাল গুলো জব্দ করে এতিম খানায় প্রদান করেন।
জানাযায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য বিনামূল্যে বিতরণের জন্য সরকার ভিডব্লিউবি কর্মসূচির কার্ডধারিদের মাঝে চাল বিতরণ শুরু করেন।
মঙ্গলবার সকাল থেকেই সান্তাহার ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিধাভোগি কার্ডধারি ৩১৫ জনের মাঝে দুই মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করছিলেন। কার্ডধারিরা চাল উত্তোলনের পর ইউনিয়ন পরিষদের পাশে এক শ্রেণির ব্যবসায়ী কতিপয় সুবিধাভোগি পরিবারের নিকট থেকে অল্প দামে চাল কিনেন।
এসময় স্থানীয় জনতা অবৈধভাবে চাল বেচাকেনা দেখতে পেয়ে ২৯ বস্তায় মোট ৮৭০ কেজি চাল আটক করেন। এসময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর নামের জনৈক ব্যক্তি পালিয়ে যায়।
পরে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে আটক করা চাল জব্দ করে পাঁচটি এতিম খানায় প্রদাণের নির্দেশ দেন।
সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন চাল আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জব্দ করা চাল গুলো এতিম খানায় সঠিকভাবে প্রদান করা হয়েছে।
এফপি/রাজ