বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে আদমদীঘির কোমারপুর চার মাথা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোহাবিন আলম আদমদীঘি উপজেলার কোমারপুর বড়দীঘি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে । সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, শাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে প্রবেশ করে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ঘর থেকে বের করে তাতে পেট্রোল ঢেলে অগ্নিগ্নসংযোগ করে।
এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে আদমদীঘি থানায় ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনের নামে নাশকতার একটি মামলা হয়। এ মামলায় সন্দিহান আসামি হিসাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তোহাবিন আলমকে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/রাজ