ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গাজীপুরের সর্বস্তরের জনগণ।
সোমবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।
মিছিলটি গাজীপুরের বিভিন্ন প্রদান সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় এসে সমাবেশ করেন সর্বস্তরের জনগণ।
তারা বলেন, ইসরাইলি পণ্য বয়কট ও গাঁজা বাসীর উপর এই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ করেন।
সেখানে সমাবেশ থেকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানানো সহ বিভিন্ন মুসলিম দেশ এঘটনায় নিরব থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এর আগে দুপুর ১২ টায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের তাজ উদ্দীন আহমদ ভাস্কর্যের সামনে বিক্ষোভ চলাকালে কাপাসিয়া সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।‘ বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।এ সময় মিছিলে বলতে শোনা যায়,আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই।’
দুপুর ১২ টায় কাপাসিয়া সৈয়দা জোহরা তাজ উদ্দীন আহমদ নার্সিং কলেজ ও কাপাসিয়া সেন্ট্রাল কলেজ শিক্ষার্থীরা একই চত্বরে ওই কর্মসূচি শুরু করে, শেষ হয় দুপুর পৌনে ১ টার দিকে। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের ওই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সকাল ১০টায় ইসরাইলের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সর্বস্থরের ছাত্র -জনাত ও সাধারণ লোকজন বিক্ষোভ মিছিল করেন। তারা মাওনা চৌরাস্তার বিভিন্ন সড়ক মিছিল করতে করতে প্রদক্ষিণ করেন।
শ্রীপুরের ২নং সিএন্ডবি আল আরাফা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা সকাল ১০টায় সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
সকাল ১০টায় ইসরাইলের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সর্বস্থরের ছাত্র -জনাত ও সাধারণ লোকজন বিক্ষোভ মিছিল করেন। তারা মাওনা চৌরাস্তার বিভিন্ন সড়ক মিছিল করতে করতে প্রদক্ষিণ করেন
এফপি/রাজ