Dhaka, Sunday | 11 January 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 January 2026 | English
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, যা জানাল অধিদপ্তর
ঢাকায় বাড়বে শীত, জানাল আবহাওয়া অফিস
প্রথম ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভীড়
শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
শিরোনাম:

অস্ত্র-গুলিসহ সুন্দরবনে বনদস্যু প্রধান আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৬২)

সুন্দরবনের জেলে ও পর্যটকদের কাছে মুত্তিমান আতঙ্ক বনদস্যু বাহিনী প্রধান মাসুম মৃধাকে আস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (৭ জানুয়ারী) রাতে সুন্দরবন সংলগ্ন কৈলাশগজ্ঞ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিমজোনের সদস্যরা। এসময় ইফাজ ফকির নামক এক সহযোগীসহ আটক করা হয় এ বনদস্যুকে। এসময় উদ্ধার করা হয় ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ২ টি দেশীয় কুড়াল, ১ টি দা, ১ টি স্টিল পাইপ।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনের  অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করে জানান,গেল ২ জানুয়ারি সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। এছাড়া এ বনদস্যু মাসুম এর বিরুদ্ধে অনেক জেলেদের জিম্মি করার অভিযোগ রয়েছে। 

তিনি বলেন, এছাড়া দীর্ঘদিন ধরে সুন্দরবনে আরো কয়েকটি ডাকাত দল বনজ সম্পদ লুণ্ঠন, জেলে ও বনজীবীদের অপহরণসহ নানাবিধ অপরাধ মূলক কার্যক্রম করে আসছে। ডাকাত চক্র সমুহের কর্মকাণ্ডে পর্যটন শিল্প, বাস্তুসংস্থান এবং স্থানীয় জনগণের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। এরই প্রেক্ষিতে কোস্টগার্ড তার দায়িত্বের অংশ হিসেবে সূচনালগ্ন থেকে ডাকাতের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে আসছে।

কোস্টগার্ড এর এ কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড পশ্চিমজোন গত এক বছরে সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, ৪৪৮ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এসব অভিযানে মোট ৪৯ জন সক্রিয় বনদস্যুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া দস্যুদের কাছে জিম্মি থাকা ৫২ জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়।

তিনি বলেন,তাদের অভিযানে বনদস্যু আছাবুর বাহিনী, হান্নান বাহিনী, আনারুল বাহিনী, মঞ্জু বাহিনী এবং রাঙ্গা বাহিনীকি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি বর্তমানে সক্রিয় করিম শরিফ বাহিনী, জাহাঙ্গীর বাহিনী ও দয়াল বাহিনীকে দমনে কোস্ট গার্ড টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

তবে সুন্দরবনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বৃদ্ধি, কৌশলগত অবস্থানে নতুন স্টেশন স্থাপন, দ্রুতগামী স্পিডবোট সংযোজন এবং আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারির বৃদ্ধি করা অতীব প্রয়োজন বলে মনে করেন এ কর্মকর্তা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝