Dhaka, Sunday | 11 January 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 January 2026 | English
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, যা জানাল অধিদপ্তর
ঢাকায় বাড়বে শীত, জানাল আবহাওয়া অফিস
প্রথম ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভীড়
শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
শিরোনাম:

অগণতান্ত্রিক ভাবে ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৯:১১ পিএম  (ভিজিটর : ৮৯)

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের নির্বাচিত কমিটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা কর্তৃক একক সিদ্ধান্তে ঘোষিত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির সভায় বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় কোনো ধরনের পরামর্শ বা অনুমোদন ছাড়াই পাইকগাছা উপজেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ঘটনার প্রতিবাদে একই বছরের ২৮ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দিরে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়—পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কোনো অনুমতি কেন্দ্রীয় কমিটি দেয়নি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত বলেন, আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা একক সিদ্ধান্তে পাইকগাছা উপজেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্তকে কোনোভাবেই অনুমোদন দেয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশের অনুপস্থিতিতে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় পাইকগাছা উপজেলার সভাপতি সমীরণ কুমার সাধু ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে কৃষ্ণপদ মণ্ডলকে আহ্বায়ক এবং হিমাদ্রী কিশোর দেকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান এবং কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি প্রতিবাদের সংবাদ প্রকাশিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করলে সংগঠনের ভেতরে বিভাজন ও মতবিরোধ সৃষ্টি হতে পারে, যা কাম্য নয়। এ কারণেই জাতীয় নির্বাচনের আগে কোনো কমিটি ভাঙা বা নতুন আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন দেয়নি কেন্দ্রীয় কমিটি।

এ বিষয়ে রবীন্দ্রনাথ দত্ত আরও জানান, পূর্বের কমিটি বহাল থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো কমিটি ভাঙা বা আহ্বায়ক কমিটি গঠন করা হবে না। নির্বাচনের পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে।

এদিকে কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝