মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক কুয়েত প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে । শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো.আল-আমিনের বাড়ীতে এ ঘটনা ঘটে ।
এ সময় ডাকাতরা প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রার প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবী করেছে । কুয়েত থেকে দেশে আসার ৫ দিনের মাথায় ডাকাতির কবলে পড়লেন আল-আমিন ।
আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১৫-২০ জন মুখোশ পড়া ডাকাতরা নৌপথে ট্রলারযোগে এসে আমাদের বাড়ীর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । প্রথমেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। তাদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল, আগ্নেয়াস্ত্র (সটগান) । এ সময় ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রার প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায় ।
এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। এতে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িটিতে প্রবেশ করতে দেখা যায়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. হান্নান বলেন,খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। রোববার বিকেল পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এফপি/জেএস