বাগেরহাটের মোল্লাহাটে (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বিশুদ্ধানন্দ পুরাব্রাম্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ এবং এনসিপির সভাপতি ফয়সাল কাজী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহমুদুল হক, শফিউল আজম নিশানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
এফপি/জেএস