জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব ইলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির আলোকবর্তিকা। তাদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এফপি/অ