শিরোনাম: |
“হাত ধোয়ার নায়ক হোন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সুন্দরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
র্যালিটি সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উপজেলা সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস একটি ছোট কাজ হলেও এর মাধ্যমে বড় ধরনের রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া একটি কার্যকর উপায়। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেককে সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, স্যানিটেশন ও হাত ধোয়ার অভ্যাস শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্বও বটে। পরিবারের প্রতিটি সদস্য যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে একটি রোগমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। বাড়ি থেকে বিদ্যালয়, অফিস থেকে বাজার—সব জায়গায় সবাইকে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে।
এফপি/অআ