শিরোনাম: |
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় উপজেলার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার সারা দিন ব্যাপী মা ইলিশ রক্ষায় উপজেলার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কঁচা নদী থেকে প্রায় চার হাজার মিটার সুতার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান হাফিজুর রহমান বলেন, অভিযান টের পেয়ে মাছ ধরার জেলেরা জাল ও নৌকা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা। জব্দকৃত নৌকাটি ভেঙ্গে নদীতে ফেলে দেওয়া হয়। জব্দকৃত জালগুলো জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। এ সময় যাতে কোন অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের তৎপর থাকতে হবে।
এফপি/অআ