Dhaka, Monday | 12 May 2025
         
English Edition
   
Epaper | Monday | 12 May 2025 | English
নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত কৌশল গ্রহণের আহ্বান
সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা
৩ মিনিটের মাথায় উধাও পোস্ট, কী লিখেছিলেন উপদেষ্টা মাহফুজ?
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শিরোনাম:

প্রচণ্ড তাপদাহে পাখির জন্য পানির ব্যবস্থা

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ২:১১ পিএম  (ভিজিটর : ৪৪)

দেশজুড়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি পশু পাখিরাও চরম সংকটময় সময় পার করছে। তীব্র গরমে পানির সংকট প্রায় সবখানে। মাঠে-খালে-বিলে কোথাও নাই পানি।

এরই ধারাবাহিকতায় পানির অভাবে কষ্ট পাচ্ছে পাখিরাও। যে কারণে তৃষ্ণার্ত পাখিদের কথা চিন্তা করে পাইকগাছার পরিবেশবাদী সংগঠন বনবিবি সপ্তাহ খানেক ধরে পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করেছে।

সংগঠনের সভাপতি নিজ খরচে পাখি সুরক্ষায় বিভিন্ন কর্মকাণ্ড অব্যহত রেখেছেন। পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের পিপাসা নিবারণে উপজেলার নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করেন। সারা দেশে তাপদাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে কেবল মানুষের প্রাণই ওষ্ঠাগত নয়, পশু-পাখিরাও অতিষ্ঠ। দুপুরের তীব্র তাপদাহে পাখিরা হিট স্টোকে আক্রান্ত হচ্ছে। পানি শুন্যতায় মারাও যেতে দেখা যায়। মূলত এজন্যই তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করা হয়েছে।

চলমান তাপদাহে পশু-পাখিরা অসুস্থ ও মারা না গেলেও, গরমে ছটফট করছে। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়ছে পাানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। পশু-পাখিরা গরমে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে। গেল কয়েক দিন ধরে প্রচণ্ড তাপদাহে প্রাণীকুল ওষ্ঠাগত। তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠা নামা করছে। টানা তাপপ্রবাহের মধ্যে অতিষ্ঠ পাখিরাও যাচ্ছে জলের কাছে। কেউ তেষ্টা মেটাচ্ছে, কেউ শরীরটা ভিজিয়ে নিচ্ছে এমনকি কুকুরও পানিতে নেমে গা ভিজাতে দেখা যায়।

প্রচণ্ড তাপদাহে পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে। পাখিরা সহজে যাতে পানি পেতে পারে তার জন্য প্রতিদিন সকালে পাত্রে পানি পূর্ণ করে রাখা হয়।

পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান দীর্ঘ সময় ধরে পাখিদের সুরক্ষায় কাজ করে আসছে।এ অঞ্চল এখন পাখিদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। গাছে গাছে বুলবুলি, শালিক, ঘুঘু, পেচা, চড়ুই পাখির কিচিরমিচির শব্দে এলাকা মুখরিত। পাখি শিকারও অনেক কমে গেছে। একাজে তারা যেমন প্রশংসিত হয় তেমনি সুবিধাবাদী কিছু লোকের কাছে তিরস্কারের পাত্রও হয়।

পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে আসছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, টিন-কাঠের বাক্স, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানিয়েছেন বনবিবি সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝