কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।
এবিষয়ে জানতে কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা হলে তারা কোন তথ্য দিতে পারেননি। তবে নদীতে টর্নেডোর ঘটনা ঘটছে তা নিশ্চিত করেছেন তারা।
এদিকে এই ঘটনায় স্থানীয়রা আতংকিত হয়ে যায়। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, বিকালের দিকে হঠাৎ করে বাতাশ সাতে পাক খেয়ে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাচ্ছে। এতে সবাই ভয় পেয়ে যায়। এমন দৃশ্য স্থানীয়রা মোবাইল দিয়ে ধারন করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়লে নজরে আশে অনেকের। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এফপি/রাজ