Dhaka, Tuesday | 29 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

সালথায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, পরিচর্যায় ব্যস্ত চাষিরা

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:৩১ পিএম  (ভিজিটর : ১৭০)

চলতি মৌসুমে ফরিদপুরের সালথায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। পেঁয়াজের পাশাপাশি পাটেও পিছিয়ে নেই এ উপজেলার কৃষি খাত। এখানে পাট, পেঁয়াজ ও আমন ধান এই তিনটি ফসল উৎপাদন হয় সমান তালে। তাই এখানকার কৃষকেরা সব সময় ফসল উৎপাদনে ব্যস্ত থাকেন।

জানা যায়, সালথা উপজেলার শতকরা ৯০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই তারা কৃষি কাজে গুরুত্ব দেন বেশি। ফসল দিয়েই চলে তাদের সংসার। তাই এবছর পেঁয়াজ উত্তোলনের পরেই সালথা কৃষকেরা পাটের বীজ বপন করেন। এখন জমিতে পাটের গাছ উঁকি মারছে। মাঝে মাঝে বাতাসে পাটের ছোট গাছগুলো নাড়াচাড়া দিচ্ছে। সারা মাঠজুড়ে চলছে পাটের পরিচর্যা নিয়ে চাষিদের ব্যস্ততা। কাচি ও টেঙ্গি দিয়ে পাটের আগাছা পরিস্কার করছেন তারা।

উপজেলার পাটচাষিরা বলেন, এবার পেঁয়াজের মধ্যেদিয়ে অধিকাংশ জমিতে পাটের বীজ বপন করা হয়েছে। পেঁয়াজ উত্তোলন শেষে পাটের আগাছা পরিস্কারের কাজ চলছে। এখন প্রয়োজন পানি, সার ও কীটনাশক। তাহলেই জমির পাটগাছ দ্রুত বেড়ে উঠবে। আপাতত পাটের চারাগাছ সুন্দর আছে। আবহাওয়া যদি পাটের অনুকূলে থাকে তাহলে আশানুরুপ ফলন হবে। সেই সাথে সিজনে পাটের দামটা ভালো পেলে চাষিদের উপকার হবে।

উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার মো. পারভেজ বলেন, এবছর তিন হাজার চাষিকে বিনামূল্যে পাটবীজ ও সার দেওয়া হয়েছে। আমরা নিয়মিত পাটচাষিদের পরামর্শ দিয়ে আসছি। আশা করি পাট এবার ভালো হবে।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৩০০ হেক্টর। অন্যান্য ফসলের চাষ কম হওয়ায় পাটচাষের লক্ষমাত্রা অতিক্রম করেছে। এ পর্যন্ত সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

এই অঞ্চলে তোষাপাট জাতের চাহিদা বেশি। এবার ভারতীয় তোষা বীজ বপন করেছে অধিকাংশ চাষি। চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝