Dhaka, Tuesday | 29 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

ভিসিকে অপসারণ করা না হলে আমরণ অনশনের হুশিয়ারি কুয়েট শিক্ষার্থীদের

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬:৫০ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ৭:১২ পিএম  (ভিজিটর : ১০)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে উত্তাল ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে তারা আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই আল্টিমেটাম ঘোষণা করেন আন্দোলনকারীরা।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, প্রায় দুই মাস আগে সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তারা আশা করেছিলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কোনো ইতিবাচক পদক্ষেপ আসবে। কিন্তু সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা। তাদের ভাষায়, “আমরা ভেবেছিলাম, এই সরকার আমাদের রক্তের বিনিময়ে গঠিত। তাই সরকার আমাদের পক্ষে থাকবে। কিন্তু আমরা হতাশ হয়েছি।”

শিক্ষার্থীরা আরও বলেন, “আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন হলে আমরা ভিসি পদত্যাগের দাবিতে আর অটল থাকতাম না। কিন্তু তিনি আমাদের দাবি মানেননি, বরং দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন। তাই আমরা বাধ্য হয়ে এখন এক দফা দাবিতে অবিচল রয়েছি।” প্রেস ব্রিফিং শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হয়ে একাডেমিক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে কুয়েট শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলন করে আসছেন। দাবি আদায় না হলে এবার তারা আন্দোলনের চূড়ান্ত পর্যায় ‘আমরণ অনশন’ শুরু করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক লোকজন আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা ১৩ এপ্রিল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলন আবারও দানা বাঁধতে থাকে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে আগামী ২ মে থেকে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া ও ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝