Dhaka, Tuesday | 29 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

সমিতির গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা আটক

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ২:২৬ পিএম  (ভিজিটর : ৩১)
জাহাঙ্গীর আলম আল আকাবা।

জাহাঙ্গীর আলম আল আকাবা।

মাদারগঞ্জ উপজেলা সমিতির নামে টাকা আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক জামায়াত নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করছে সমিতির বিক্ষুব্ধ  গ্রাহকরা।

রোববার (৬ এপ্রিল)  সন্ধ্যার দিকে মাদারগঞ্জে এই ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানা কর্তৃপক্ষ আটকের সত্যতা স্বীকার করেছেন।

জাহাঙ্গীর আলম আল আকাবা সমবায় সমিতির ম্যানেজার এবং জামায়াতে ইসলামী চরপাকেরদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের ফাজিলপুর গ্রামে।

সমিতি গ্রাহকরা অভিযোগ করেন, ৩৫ হাজার গ্রাহকের ৭৩০ কোটি টাকা আত্মসাত করেছে। এরই প্রতিবাদে রোববার সকাল থেকে তারা থানা ভবন ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এর মধ্য আল আকাবা সমবায় সমিতির ম্যানেজার ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলম উপজেলা সদরে প্রবেশ করে। খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা তাকে ধরে এনে সমাবেশ স্থলে হাজির করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করে।

সমিতির গ্রাহক আব্দুর রহিম বলেন, এই সমিতি গ্রাহকদের টাকা আত্মসাত কছে। এ নিয়ে কর্মসূচি চলছিল। এরই মধ্যে খবর আসে জাহাঙ্গীর আলম উপজেলা সদর উপজেলা সদরে প্রবেশ করেছে। উত্তেজিত গ্রাহকরা খবর পেয়ে জাহাঙ্গীর আলমকে ধরে আনে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন, এ বিষয়ে আগেও কয়েকটি মামলা দায়ের হয়েছে। জাহাঙ্গীর আলমকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধরা। এ বিষয়ে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝