প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিটর : ২৯)
ছবি: সংগৃহীত
বাহিনীকে যুগোপযোগী, পেশাদার এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। বাহিনীর আভিযানিক সক্ষমতা অর্জনের জন্য যৌথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ আয়োজনে 'Investigative
Interview Course' অদ্য ০২ মার্চ ২০২৫ তারিখ রবিবার সকাল ১০ টায় হোটেল ওয়েস্টিন, ঢাকায় শুরু হয়। মাননীয় মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় উক্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। বর্ণিত প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের পাশাপাশি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ (ইমিগ্রেশন) এবং বাংলাদেশ কাস্টমস হতে মোট ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের তদন্ত কার্যক্রম সংক্রান্ত দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রতিয়মান। এছাড়াও, যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন করতঃ বিচার কার্য পরিচালনায় উক্ত প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।