Dhaka, Tuesday | 14 October 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 14 October 2025 | English
জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
চট্টগ্রামে সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
‘নির্বাচনে দায়িত্ব পালন করবেন জেন-জি প্রজন্মের আনসার সদস্যরা’
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
শিরোনাম:

হাতিয়ায় ৫ হাজার ৩৭০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, আটক ১

প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৭ এএম  (ভিজিটর : ৩১)

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ৫হাজার ৩৭০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় বেলাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী। জব্দকৃত অবৈধ জ্বালানি তেল সহ গ্রেফতারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার নলছিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকা সমুহে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দিবাগত রাতে নৌবাহিনীর একটি টহল দল  হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় টহল চলাকালীন নৌবাহিনীর গাড়ি দেখামাত্র এক ব্যক্তি একটি দোকানের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হওয়ায় নৌবাহিনী উক্ত দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ তেলসহ বেলাল নামে একজন চোরাচালানকারীকে আটক করা হয়।

আটককৃত বেলালের তথ্য মোতাবেক নলচিরা ঘাটের আরো বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানগুলো থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ টি ব্যারেল এবং ২৯ টি প্লাস্টিক জেরিকেন পাত্রে ৫ হাজার ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ছয় লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা। 

পরে গ্রেফতারকৃত আসামি সহ জব্দকৃত জ্বালানি তেল যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝