কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফাতেমা বেগম নামের (৭০) এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির ভারুয়াখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ফাতেমা বেগম উপজেলার বারবাকিয়া ইউপির ভারুয়াখালী এলাকার মৃত নুরুচ্ছফার স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার বৃদ্ধা ফাতেমা বেগমের বাড়িতে ডুকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা৷
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে৷
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, ছুরিকাঘাতে মৃত্যু হওয়া এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/রাজ