দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।
শনিবার ৯ আগস্ট দুপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর। এসময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান
অপরদিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে মানবনবন্ধন ও প্রতিবাদ সভা ৯ আগস্ট দুপুরে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমাজ আয়োজিত সভায় সভাপত্বি করেন- রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল। বক্তব্য রাখেন- ৭১’র গেরিলা আবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান (এনটিভি), মোত্তাসিম বিল্লাহ (ঢাকাপোস্ট), জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজ হাসান (চ্যানেল ২৪), নজরুল ইসলাম (কালবেলা), দিলরুবা ইয়াসমিন রুমা (মানবজমিন), মুসলেহ উদ্দিন (নিউজ টু ডে) প্রমুখ।
এছাড়া গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন ও জামালপুরের ইসলামপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯আগস্ট) সকালে ইসলামপুর প্রেসক্লাবের সামনে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভি প্রতিনিধি ওসমান হারুনী, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আলমাস হোসেন আওয়াল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এসএম হোসেন রানা, দৈনিক যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, দৈনিক প্রতিদিনের কাগজ ইসলামপুর প্রতিনিধি নূরনবীসহ আরো অনেকে।
বক্তারা অতি বিলম্বে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, সৈয়দ এনামুর রকিব, এমদাদুল হক, সুমন খন্দকার, ফারুক আল আজাদ বকুল, আরেফিন সুমন, মফিজুল সরদার সহ অনেকেই।
এফপি/রাজ