পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নে ছাত্রদল নেতা ও ব্যবসায়ী সরোয়ার তালুকদারের (৩২) অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শনিবার সন্ধ্যায় কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন টেঙ্গাতলা এলাকায় তালুকদার বাড়িতে তার নিজ বাসভবনে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে সরোয়ার তার ফুপুর বাড়িতে খাবার খেয়ে আড়াইটার দিকে নিজের ঘরে বিশ্রাম নেন। সন্ধ্যা ৭টার দিকে চাচাতো বোন মাহিনুর তাকে ঘুম থেকে তুলে দিতে গেলে অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের জানান। এরপর সরোয়ারের চাচা ইউনুস তালুকদার দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়া হলে মরদেহটি রাতেই উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সরোয়ারের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার ফুপাতো বোন লুৎফা বেগম জানান, ঘটনার পর ঘরে ঢুকে দেখলাম, দরজা এবং জানালা ভাঙা ছিল। জানালা খোলার অবস্থাও সন্দেহজনক। আমি মনে করি, তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে, প্রতিবেশী মামা সৈয়দ জোমাদ্দার এবং নানা হাবিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, সরোয়ারের সাথে এলাকার কারো কোনো শত্রুতা ছিল না। তাদের মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে কেউ সরোয়ারকে হত্যা করেছে। তারা জানান, এটি আত্মহত্যা নয়, সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ডিবি এবং সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং দলের অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এফপি/এমআই