বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য ব্যবস্থার কারণে পাল্টাপাল্টি শুল্ক আরোপের যে লড়াই শুরু হয়েছে। এবার তার শিকার হলো উড়োজাহাজ নির্মাণ কোম্পানি বোয়িংয়ের একটি জেট প্লেন। চীনের একটি এয়ারলাইন্সের ব্যবহারের উদ্দেশে পাঠানো জেট প্লেনটি আজ রোববার (২০ এপ্রিল) ফেরত গেছে যুক্তরাষ্ট্রে বোয়িংয়ের উৎপাদন কেন্দ্র সিয়াটলে। শিয়ামেন এয়ারলাইন্সের জন্য রং করা জেট প্লেনটি আজ সিয়াটলের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে বোয়িংয়ের প্রোডাকশন হাবে অবতরণ করে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
৭৩৭-ম্যাক্স মডেলের এই জেট প্লেনটি ৮০০০ কিলোমিটারের ফিরতি যাত্রায় গুয়াম ও হাওয়াইতে জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি করে। ঝৌশানে বোয়িংয়ের চূড়ান্ত প্রস্তুতি কেন্দ্রে চীনের এয়ারলাইন্সের জন্য পাঠানো এই মডেলের আরও কয়েকটি জেট প্লেন রয়েছে। এর মধ্য থেকে প্রথম প্লেনটি ফেরত গেল যুক্তরাষ্ট্রে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসে চীন থেকে আমদানি করা পণ্যে ১৪৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত জানায়। নতুন ৭৩৭-ম্যাক্স প্লেনের বর্তমান বাজার মূল্য সাড়ে ৫ কোটি ডলার। আর নতুন করে শুল্ক আরোপের ফলে বোয়িংয়ের কাছ থেকে প্লেন কিনতে চীনের এয়ারলাইন্সগুলোকে এখন বেশ মোটা অংকের অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে। এ কারণেই চীনের এয়ারলাইন্সগুলো এখন বোয়িংয়ের প্লেন কিনতে বেশ বিপদেই পড়তে যাচ্ছে।
তবে চীন থেকে যুক্তরাষ্ট্রে যে প্লেনটি ফেরত গেল সেটি কার সিদ্ধান্তে ফেরত গেছে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। উড়োজাহাজ তৈরি করার প্রতিষ্ঠান বোয়িং এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে শিয়ামেন এয়ারলাইন্সও মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি।
বোয়িংয়ের সর্বাধিক বিক্রিত এয়ারক্রাফট ৭৩৭-ম্যাক্স ফেরত যাওয়ার কারণে গত কয়েক দশক ধরে উড়োজাহাজ শিল্পের যে শুল্কমুক্ত সুবিধা ছিল তা নতুন প্লেন সরবরাহ করার ক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টির সর্বশেষ লক্ষণ।
বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপ নিয়ে এই জটিল পরিস্থিতি পুরো উড়োজাহাজ শিল্পকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। কোনো কোনো এয়ারক্রাফট নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলছেন, তারা অতিরিক্ত শুল্ক দেওয়ার চাইতে বরং প্লেন সরবরাহ স্থগিত রাখবেন।
এফপি/এমআই