Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
নির্বাচনের তফসিল, গণভোট, প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক আজ
পরিচয় শনাক্তে অবশেষে কবর থেকে তোলা হচ্ছে জুলাই শহীদদের লাশ
শিরোনাম:

শরীয়তপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম আপডেট: ০৭.১২.২০২৫ ৭:০৫ পিএম  (ভিজিটর : ৭০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরে নবাগত পুলিশ সুপার রওনক জাহানের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকতা পেশায় মাঠপর্যায়ে কাজ করার সময় যেসব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেগুলোও তারা আলোচনা করেন। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গণমাধ্যমের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত হবে।

নবাগত পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, “শরীয়তপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। গণমাধ্যম দেশের দর্পণ—তাই সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ করলে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা আরো উন্নত হবে এবং অপরাধ দমনে দ্রুত অগ্রগতি সম্ভব হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝