নওগাঁর মান্দা উপজেলায় বাজারভিত্তিক নিরাপত্তা জোরদারে নিরাপত্তা প্রহরীদের মধ্যে বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সরবরাহ করা তালিকা অনুযায়ী মোট ১২০ জন নিরাপত্তা প্রহরীর মধ্যে রেডিয়াম টাইপের কালারফুল ইউনিক ড্রেস ও বাঁশি প্রদান করা হয়। বাজারের নামসংবলিত এসব পোশাক রাতে দূর থেকেও প্রহরীদের অবস্থান শনাক্তে সহায়ক হবে বলে জানায় প্রশাসন।
অনুষ্ঠানে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “বাজারে নিরাপত্তা রক্ষায় আপনারা যে আন্তরিকতা ও নিষ্ঠা দেখাচ্ছেন, তা প্রশংসার দাবি রাখে। নতুন পোশাক ও সরঞ্জাম ব্যবহারের ফলে আপনাদের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।”
সরঞ্জাম পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিরাপত্তা প্রহরীরা। তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস