Dhaka, Tuesday | 2 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 2 December 2025 | English
১৫ মাসে কারা হেফাজতে ১১২ জনের মৃত্যু
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ
মধ্যরাতে এভারকেয়ারে বাড়তি নিরাপত্তা
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
শিরোনাম:

পাবনায় দুই ক্লিনিকে জেলা প্রশাসনের অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম  (ভিজিটর : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পাবনা শহরের দুইটি মানহীন বেসরকারি ক্লিনিকে পরিচালিত অভিযানে ভয়াবহ অনিয়ম উদ্ঘাটন হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বীর এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জাহিদ কামাল।

অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্লোরিয়াস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং নিউ হেলথকেয়ার ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, দুই ক্লিনিকেই— রেজিস্টার্ড চিকিৎসক ও নার্স ছাড়াই চিকিৎসাসেবা দেওয়া হতো।

দালালের মাধ্যমে ২৫০ শয্যা হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে অন- কল চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করানো হতো। অপারেশনের পর ফলোআপে কোনো চিকিৎসক উপস্থিত থাকতেন না।

প্রতিষ্ঠানের মালিক নিজেই প্রেসক্রিপশন ও ছাড়পত্র লিখে দিতেন। বিগত কয়েক বছর ধরে লাইসেন্স নবায়ন নেই। ওটি রুমে ছিল চরম অস্বাস্থ্যকর পরিবেশ।

একই ফ্রিজে ব্যাগসহ রক্ত, আলু, সবজি, দুধ, মাংসসহ খাদ্যপণ্য ও চিকিৎসা সামগ্রী একসঙ্গে রাখা ছিল— যা স্বাস্থ্যবিধির মারাত্মক লঙ্ঘন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বীর বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ও মানহীন চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।”

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসেবায় কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝