নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তারা অবস্থান ধর্মঘট ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) গাংনী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
নার্স-মিডওয়াইফদের দাবির মধ্যে রয়েছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একীভূত করার অপচেষ্টা বন্ধ, জাতীয় নার্সিং কমিশন গঠন, প্রস্তাবিত নিয়োগবিধি ও ক্যারিয়ার পাথ অনুমোদন, ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ, নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টর পদের গ্রেড উন্নয়ন, ডিপ্লোমা সনদকে স্নাতক সমমান প্রদান ও প্রফেশনাল বিসিএস চালু। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগবিধি প্রণয়ন, ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ঝুঁকিভাতা প্রদানের দাবি জানানো হয়।
অবস্থান ধর্মঘটে নেতৃত্ব দেন নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার খাতুন ও আমেনা খাতুন। উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স রোকেয়া খানম, রাফিজা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা।
এফপি/অ