পিরোজপুরের নাজিরপুর থানায় ২০১৯ সালের একটি অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.ফেরদৌস শেখ(৪৫)কে গ্রেফতার করেছে র্যাব-৮ বরিশাল।
র্যাব-৮ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানে মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকা থেকে আসামি ফেরদৌস শেখ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌস শেখ, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের আক্কাস আলী শেখের পুত্র।
র্যাব-৮,বরিশাল সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর, ২০২৫ ইং দুপুর ৩.৪৫ টায় র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকা এর সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফেরদৌস শেখ, পিতা: আলী আক্কাস শেখ, সাং: টোনা, থানা: পিরোজপুর সদর, জেলা: পিরোজপুর'কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফেরদৌস ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিল।
এ বিষয়ে র্যাব-৮, বরিশাল এর সহকারী পরিচালক অমিত হাসান বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফেরদৌস শেখ কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন,দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ