| শিরোনাম: |

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের পরদিন নদী থেকে ইজাজুর রহমান চৌধুরী (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে দশটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রাম সংলগ্ন বছিরা নদীর ব্রীজের পাশ থেকে শিশু ইজাজুরের মরদেহ উদ্ধার করে স্বজনরা। নিহত ইজাজুর রহমান কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর পুত্র এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরের পর পড়া শেষে মাদ্রাসা থেকে খেলতে বের হয় ইজাজুর। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা আশেপাশে ইজাজুরকে খোঁজতে শুরু করেন। সন্ধ্যা থেকে রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও ইজাজুরের কোন খোঁজ পাননি তারা। শনিবার সকালে পরিবারের সদস্যরা স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বছিরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে সকাল আনুমানিক সাড়ে দশটায় বছিরা নদীর ব্রীজের পাশ থেকে শিশু ইজাজুরের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো.বিল্লাল মিয়া জানান, শুক্রবার বিকালে মাদ্রাসায় পড়া শেষে খেলতে বের হয় ইজাজুর৷ কিন্তু সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশে পাশে খোঁজা শুরু করে ৷ শনিবার ভোর সকাল থেকে জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করলে বছিরা নদীর ব্রীজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মো.শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এফপি/অআ
বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি ফেরদৌস সম্পাদক শহীদুল
মুন্সীগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পাইকগাছায় নতুন বাঁক তৈরির আশঙ্কায় জনমনে অস্থিরতা
রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাগাতিপাড়ায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদ মিছিল