Dhaka, Sunday | 20 July 2025
         
English Edition
   
Epaper | Sunday | 20 July 2025 | English
টেকনাফে সরকারি ২ লাখ চারা গাছ কেটে ধ্বংস, নীরব রেঞ্জ কর্মকর্তা
পানির অভাবে পাট জাগ দিতে না পেরে বিপাকে কাহারোলের চাষীরা
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ
চীনের মেগা-ড্যামের কাজ শুরু, ভারতের চরম উদ্বেগ
শিরোনাম:

২০২৪-২০২৫ অর্থবছরে মোংলা বন্দরের সকল লক্ষ্যমাত্রা অর্জিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১:৫৭ পিএম  (ভিজিটর : ৪৯)

মোংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস দায়িত্বভার গ্রহণের পর বন্দরের স্বচ্ছতা ও জবাবদিহিতার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয় উর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে মোংলা বন্দর পরিদর্শন করে বন্দর উন্নয়ন ও মোংলা বন্দরের কার্যক্রম বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। তাদের সময়োপযোগী পরামর্শে মোংলা বন্দরে কর্মচাঞ্চল্য বৃদ্ধির পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।

সরকার ও মন্ত্রণালয়ের নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান তার জ্ঞান ও প্রজ্ঞা এবং বন্দর পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্দরের স্টেক হোল্ডার, শিপিং এজেন্টস, সি এন্ড এফ এজেন্ট স্টিভেডরসহ সব ধরনের বন্দর ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের সাথে নিয়মিত বৈঠক করে চলেছেন। এছাড়াও বন্দরের জাহাজ আগমন বৃদ্ধির লক্ষ্যে  Internal Business Development Standing Committee গঠন করেন, এর ফলশ্রুতিতে জাহাজ আগমন বৃদ্ধি পেতে থাকে। এছা্ড়াও কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধির ও কাজে গতিশীলতা আনয়নে তাদের সাথে নিয়মিত সভা করার মাধ্যমে বন্দর উন্নয়ন ও পরিকল্পনাকে বাস্তব করে চলেছেন।

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের অর্জনসমূহ—

জাহাজ আগমন:

অর্থবছর ২০২৫-২৬ / সরকারি খরচে বিদেশ ভ্রমণে লাগাম, বন্ধ থাকবে গাড়ি কেনা ও ভবন নির্মাণ
লক্ষ্য ছিল ৮০০, বাস্তবে এসেছে ৮৩০টি বিদেশি জাহাজ (বৃদ্ধি ৩.৭৫%)।

কার্গো হ্যান্ডলিং:

লক্ষ্য ছিল ৮৮.৮০ লাখ মে. টন, অর্জন ১০৪.১২ লাখ মে. টন (বৃদ্ধি ১৭.২৫%)।
কন্টেইনার হ্যান্ডলিং: লক্ষ্য ছিল ২০,০০০ টিইইউজ, অর্জন ২১,৪৫৬ টিইইউজ (বৃদ্ধি ৭.২৮%)।

রাজস্ব আয়: লক্ষ্য ছিল ৩৩৩.৮৭ কোটি টাকা, আয় হয়েছে ৩৪৩.৩৩ কোটি টাকা (বৃদ্ধি ২.৮৩%)।

নীট মুনাফা: লক্ষ্য ছিল ২০.৪৬ কোটি টাকা, অর্জিত হয়েছে ৬২.১০ কোটি টাকা (বৃদ্ধি ২০৩.৪৯%)।

রিকন্ডিশন গাড়ি আমদানি: মোট ১১,৫৭৯ ইউনিট।

নেতৃত্ব ও কাঠামোগত উন্নয়ন:

বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান নেতৃত্বে স্টেকহোল্ডারদের নিয়মিত সভা, কার্যকর পরিকল্পনা ও অভ্যন্তরীণ স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে বাড়ানো হয়েছে জাহাজ আগমন ও অপারেশনাল গতি।

বন্দরের সুবিধাসমূহ:

জাহাজজট নেই, কন্টেইনার খালাসের টার্ন অ্যারাউন্ড টাইম মাত্র ১.৬৬ দিন

রয়েছে ৭টি কন্টেইনার ইয়ার্ড, ১৩৪টি আধুনিক যন্ত্রপাতি ৩৮টি সহায়ক জলযান, আইএসপিএস কোড অনুযায়ী নিরাপত্তা

ওয়ান-স্টপ সার্ভিস, দ্রুত বিল পরিশোধ ও পারমিশন সুবিধা নিরাপদ ১৪৪ কিমি নৌপথে ৪৯টি বার্দিং পয়েন্ট

চলমান ও নতুন প্রকল্প:

চলমান ৪টি প্রকল্প:

– সহায়ক জলযান সংগ্রহ

– পশুর চ্যানেলে ড্রেজিং

– বন্দরের সক্ষমতা বৃদ্ধি

– অসম্পূর্ণ ২টি জেটি নির্মাণ
নতুন অনুমোদিত প্রকল্প:

– কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪ লাখ টিইইউজে উন্নয়ন – পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং

অনুমোদন প্রক্রিয়াধীন:

– ৩টি নতুন ড্রেজার

– নদী শাসন সমীক্ষা

– নতুন ২টি মুরিং বোট
বন্দর ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা:

গাড়ি আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধা

রুজভেল্ট জেটিতে নিরাপদ স্টোরেজ

নিরাপত্তায় নিয়মিত কোস্টগার্ড টহল

কম খরচে দেশের যেকোনো প্রান্তে সড়ক ও নৌপথে পণ্য পরিবহন সুবিধা
রপ্তানি ও আমদানির প্রধান পণ্য:

আমদানি: খাদ্যশস্য, সার, গাড়ি, এলপি গ্যাস, কয়লা, স্টিল পাইপ, তেল, কাঠ রপ্তানি: গার্মেন্টস, পাটজাত পণ্য, চিংড়ি, হিমায়িত খাদ্য, শুকনা মাছ

মোংলা বন্দর এখন কেবল দক্ষিণাঞ্চলের নয়, দেশের অর্থনীতির জন্যও এক বড় সম্ভাবনার কেন্দ্র হয়ে উঠেছে। সময়োপযোগী প্রকল্প, আধুনিকীকরণ ও দক্ষ ব্যবস্থাপনায় মোংলা এখন দেশের অন্যতম আস্থার বন্দর।

আগামীতে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে চলেছে মোংলা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝